হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "উসূলে কাফী" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আ.) বলেছেন:
إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْراً فَقَّهَهُ فِي الدِّين
আল্লাহ রাব্বুল আলামীন যখন কোন বান্দার মঙ্গল কামনা করেন তখন তাকে দ্বীনের ব্যাপারে ফকীহ বানিয়ে দেন।
(উসূলে কাফী, ১ম খন্ড, পৃ. ৩২)